আমরা ঈশ্বরের সন্তান!

«কিন্তু যতজন মানুষ তাঁকে গ্রহণ করল, যারা তাঁর নামে বিশ্বাস করল, সেই সব মানুষকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন,» (যোহন ১: ১২

গালাতীয় ৪: ৬,৭ এ বলা হয়েছে: «6 আর তোমরা পুত্র, এই জন্য ঈশ্বর তাঁর পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে পাঠালেন, যিনি “আব্বা, পিতা” বলে ডাকেন। 7 তাই তুমি আর দাস না, কিন্তু পুত্র, আর যখন পুত্র, তখন ঈশ্বরের মাধ্যমে উত্তরাধিকারীও হয়েছ।»

এবং ইফিষীয় ২: ১৯ এ আমরা পড়েছি: «19 অতএব তোমরা আর অপরিচিত ও বিদেশী নও, কিন্তু পবিত্রদের নিজের লোক এবং ঈশ্বরের বাড়ির লোক।»

মানুষ যখন তাঁদের পাপের জন্য অনুশোচনা করে, ঈশ্বরের কাছে সেগুলোর জন্য ক্ষমা চায়, এবং ঈশ্বরের সন্তান হয়ে যায়, তখন তাঁদের ভেতর চমৎকার একটি পরিবর্তান এসে যায়। সেই পরিবর্তনের বিভিন্ন দিক রয়েছে যা আমরা এখন অধ্যায়ন করব:

১। আমাদেরকে ক্ষমা করা হয়েছে!
২। আমাদেরকে উদ্ধার করা হয়েছে!
৩। আমারা নতুন সৃষ্টি!
৪। আমাদেরকে শুদ্ধ করা হয়েছে!
৫। ঈশ্বরের নিকট আমাদেরকে ন্যায়ের পথগামী ঘোষণা করা হয়েছে!
৬। ঈশ্বরের সাথে আমাদের পুনর্মিলন ঘটেছে!
৭। আমরা ঈশ্বরের উত্তরাধিকারী!
৮। আমরা মুক্ত!
৯। আমরা বিজয়ীর চেয়ে বেশি কিছু!
১০। আমরা অগ্রদূত!
১১। আমরা লবন এবং আলো!

১। আমাদের ক্ষমা করা হয়েছে!

পাপ আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করে, এবং সে কারণেই যিশু মৃত্যুবরণ করেন। আমাদের পাপের কারণেই তিনি মৃত্যুবরণ করেন। পাপ করবার দরুন এতটা কষ্ট হয় যে তা আমাদের ভেঙে গুড়িয়ে দেয় এবং আমাদেরকে অনুশোচনায় এনে ফেলে, শুধুমাত্র ঈশ্বরের ক্ষমার নিশ্চয়তাই আমাদের প্রশান্তি দেয়। আর বিশ্বাস দিয়ে আমরা তা সাদরে গ্রহণ করি। কলোসিয়ান্স ১: ১৪ এ বলা হয়েছে: «14 তাঁর পুত্রের মাধ্যমে আমরা মুক্তি, পাপের ক্ষমা পেয়েছি।» যোহন ১:৯ এ আমরা পড়েছি: «9 কিন্তু যদি আমরা নিজের নিজের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের সব পাপ ক্ষমা করেন এবং আমাদের সব অধার্মিকতা থেকে শুচি করেন।» ক্রুশে তাঁর বলিদানের কারণে, ঐশ্বরিক ক্ষমা সম্ভব, এবং যেহেতু আমরা আমাদের পাপ স্বীকার করি এবং যেহেতু তিঁনি বিশ্বাসী এবং ন্যায্যতার মূর্ত প্রতীক, আমরা ক্ষমা পেয়েছি। যখন আমরা ক্ষমার নিশ্চয়তা পাই, আমাদের হৃদয় স্বস্তিতে ভরে যায় এবং আমরা আর কোনও পাপ কর্মে লিপ্ত হওয়া থেকে দৃঢ়তার সাথে বিরত থাকি।

২। আমাদেরকে উদ্ধার করা হয়েছে!

ঈশ্বরের সন্তান হবার দরুন একটি নিষ্ফল জীবন ব্যবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করা হয়েছে। আমাদেরকে উদ্ধারের জন্য একটি মূল্য দিতে হয়েছে, এবং যিশু তাঁর অমূল্য রক্ত দিয়ে আমাদের মুক্তিপণ দিয়েছেন। ১ পিতর ১: ১৮, ১৯ আমাদের বলে: «18 তোমরা তো জান, তোমাদের পূর্বপুরুষদের কাছে শেখা মিথ্যা বংশপরম্পরা থেকে তোমরা ক্ষয়মান বস্তু দিয়ে, রূপা বা সোনা দিয়ে, মুক্ত হওনি, 19 কিন্তু নির্দোষ ও ত্রূটিহীন ভেড়ার মতো খ্রীষ্টের বহুমূল্য রক্ত দিয়ে মুক্ত হয়েছ।»

তিঁনি এসেছিলেন তাঁর রাজ্য স্থাপন করতে, এবং পিতা আমাদেরকে উদ্ধার করেছেন অন্ধকারের আধিপত্য থেকে, আর আমাদেরকে স্থানান্তর করেছেন তার প্রিয় পুত্রের রাজ্যে।
12 আমরা প্রার্থনা করি যিনি আমাদের আলোতে পবিত্র লোকদের উত্তরাধিকারের অংশীদার হবার যোগ্য করেছেন, আনন্দের সঙ্গে যেন সেই পিতাকে ধন্যবাদ দিতে পারি। 13 তিনি আমাদের অন্ধকারের আধিপত্য থেকে উদ্ধার করেছেন এবং নিজের প্রিয় পুত্রের রাজ্যে আমাদের এনেছেন। 14 তাঁর পুত্রের মাধ্যমে আমরা মুক্তি, পাপের ক্ষমা পেয়েছি। (কলোসিয়ান্স ১: ১২-১৪)।

৩। আমারা নতুন সৃষ্টি!

যে ব্যক্তি নতুন করে আবার জন্ম নেয়নি সে ঈশ্বরের রাজ্য দেখতে এবং সেখানে প্রবেশ করতে পারবে না। যোহন ৩: ৫,৬ :
5 (…) আমি তোমাদের সত্যি সত্যি বলছি, যদি কেউ জল এবং আত্মা থেকে না জন্ম নেয় তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। 6 যা মানুষ থেকে জন্ম নেয় তা মাংসিক এবং যা আত্মা থেকে জন্ম নেয় তা আত্মাই।  এ যিশু নিকোডেমাসকে যা বলেছেন, সেই অনুসারে নতুন করে জন্মগ্রহণ আবশ্যক।

এই ঘটনাটি ঈশ্বরের ইচ্ছের প্রতিফলন। আমরা যারা উনাকে পেয়েছি তাঁর কাজের দ্বারাই পূনর্জন্ম পেয়েছি, নিজেদের দ্বারা নয়। আমরা জন্ম নিয়েছি এবং তাঁর সন্তান হয়েছি তাঁরই ইচ্ছায়, যোহন ১: ১২, ১৩ অনুসারে: «12 কিন্তু যতজন মানুষ তাঁকে গ্রহণ করল, যারা তাঁর নামে বিশ্বাস করল, সেই সব মানুষকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিলেন, 13 যাদের জন্ম রক্ত থেকে নয়, মাংসিক অভিলাস থেকেও নয়, মানুষের ইচ্ছা থেকেও নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছা থেকেই হয়েছে।»

তীত ৩: ৫ অনুসারে: «5 তখন তিনি আমাদের ধার্মিকতার জন্য নয়, কিন্তু নিজের স্নেহ ও দয়াতে, নতুন জন্মের দ্বারা আমাদের অন্তর ধুয়ে পরিষ্কার করলেন ও পবিত্র আত্মায় নতুন করে আমাদেরকে রক্ষা করলেন,»

এটি কতটা দুঃখজনক হবে যদি নতুন জন্মটি শারীরিক হয় এবং আমাদের আত্মিক অবস্থা একই থাকে! কিন্তু পবিত্র বাইবেল বলে যে «17 সাধারণত, যদি কেউ খ্রীষ্টেতে থাকে, তবে সে নতুন ভাবে সৃষ্টি হয়েছে; তার পুরানো বিষয়গুলি শেষ হয়ে গেছে, দেখ, সেগুলি নতুন হয়ে উঠেছে।» (করিন্থীয় ৫: ১৭) «10 কারণ আমরা তারই সৃষ্ট, খ্রীষ্ট যীশুতে নানা রকম ভালো কাজের জন্য সৃষ্ট; সেগুলি ঈশ্বর আগেই তৈরী করেছিলেন, যেন আমরা সেই পথে চলি।» (ইফিষীয় ২: ১০) মানুষ যাদের পূনর্জন্ম হয়েছে তারা নতুন সৃষ্টি। এই উদ্ধৃত অংশ অনুসারে, আমাদের যিশু খ্রিষ্টের মধ্যে সৃষ্টি করা হয়েছিল ভালো কাজের জন্য, যা তিঁনি আমাদের জন্য অনুসরণ করার নিমিত্তে প্রস্তুত করেছিলেন। অন্য কথায়, এখন আমাদের আচরণ নতুন হবে। আমরা ঈশ্বরের তৈরি ভালো কাজ অনুসরণ করব।

৪। আমাদেরকে শুদ্ধ করা হয়েছে!

ঈশ্বর পবিত্র এবং তাঁর সাথে যোগাযোগ করতে আমাদেরকেও অবশ্যই পবিত্র হতে হবে। ওল্ড টেস্টামেন্টে এটি পর্যবেক্ষণ করা সম্ভব, যেখানে  ঈশ্বর লেবীয় ১১: ৪৫ এ বলেছেন: «45 কারণ আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর হবার জন্য মিশর দেশ থেকে তোমাদেরকে এনেছি; অতএব তোমরা পবিত্র হবে, কারণ আমি পবিত্র।» পবিত্র হতে যিশুর সঠিক বলিদান, সম্পূর্ণভাবে, অভাব পূরণ করে এবং তা যথেষ্ট, ইব্রীয় ১০: ১০-১৪ অনুসারে:
10 সেই ইচ্ছা অনুসারে, যীশু খ্রীষ্টের দেহ একবার উৎসর্গ করণের মাধ্যমে, আমরা পবিত্রীকৃত হয়ে রয়েছি। 11 আর প্রত্যেক যাজক দিন দিন সেবা করবার এবং এক ধরনের বলিদান বার বার উৎসর্গ করবার জন্য দাঁড়ায়; সেই সব বলিদান কখনও পাপ হরণ করতে পারে না। 12 কিন্তু খ্রীষ্ট পাপের একই বলিদান চিরকালের জন্য উৎসর্গ করে ঈশ্বরের ডানদিকে বসলেন, 13 এবং ততক্ষণ অবধি অপেক্ষা করছেন, যে পর্যন্ত তাঁর শত্রুরা তাঁর পায়ের নিচে না হয়। 14 কারণ যারা পবিত্রীকৃত হয়, তাদেরকে তিনি একই উৎসর্গের মাধ্যমে চিরকালের জন্য সঠিক করেছেন।
    ঈশ্বর তাদেরই শুদ্ধ করেন যারা ক্ষমা পেয়েছে, আর এভাবেই আমরা পবিত্র ঈশ্বরের সাথে একটি ঐক্যের সম্পর্কের আরম্ভ করতে পারি। 

৫। ঈশ্বরের নিকট আমাদের ধার্মিক ঘোষণা করা হয়েছে!

ঈশ্বরের হতে শান্তিপ্রাপ্ত হতে ঈশ্বরের সামনে সঠিক হওয়া আবশ্যক, আর ঈশ্বর তাদেরকেই ন্যায্য মানুষ বলে ঘোষণা করেন যাদের ক্ষমা করা হয়েছে।  রোমীয় : ২৮,৩০ অনুসারে: «28 কারণ আমাদের মিমাংসা হলো আইন কানুনের কাজ ছাড়াই বিশ্বাসের মাধ্যমেই মানুষ ধার্মিক বলে বিবেচিত হয়।» «30 কারণ ঈশ্বর এক, তিনি ছিন্নত্বক লোকদেরকে বিশ্বাসের জন্য এবং অচ্ছিন্নত্বক লোকদেরকে বিশ্বাসের মাধ্যমে ধার্মিক বলে গণনা করবেন।»

কোন ন্যায়ের কারণে আমাদেরকে ন্যয্য ঘোষণা করা হয়েছে? যিশু আমাদেরকে ন্যায্য করে তোলেন। রোমীয় ৪: ২৫-৫:১ বলে যে: «25 সেই যীশু আমাদের পাপের জন্য সমর্পিত হলেন এবং আমাদের নির্দোষ করার জন্য পুনরায় জীবিত হলেন।» «1 অতএব বিশ্বাসের জন্য আমরা ধার্মিক বলে গণ্য হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে শান্তি লাভ করেছি;» এবং বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের সামনে সেই ন্যায় লাভ করি। 

৬। ঈশ্বরের সাথে আমাদের পুনর্মিলন ঘটেছে!

রোমীয় ৫: ৮-১১ বলে:
8 কিন্তু ঈশ্বর আমাদের জন্য তাঁর নিজের ভালবাসা প্রমাণ করেছেন; কারণ আমরা যখন পাপী ছিলাম, তখন খ্রীষ্ট আমাদের জন্য মরলেন। 9 সুতরাং এখন তাঁর রক্তে যখন ধার্মিক বলে গণ্য হয়েছি, তখন আমরা নিশ্চয় তাঁর মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে মুক্তি পাব। 10 কারণ যখন আমরা শত্রু ছিলাম, তখন ঈশ্বরের সঙ্গে তাঁর পুত্রের মৃত্যু দিয়ে আমরা মিলিত হলাম, তবে মিলিত হয়ে কত অধিক নিশ্চিত যে তাঁর জীবনে পরিত্রান পাব। 11 শুধু তাই নয়, কিন্তু আমরাও প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ করে থাকি, যাঁর মাধ্যমে এখন আমরা পুনরায় মিলন লাভ করেছি।

৭। আমরা ঈশ্বরের উত্তরাধিকারী!

রোমীয় ৮: ১৬,১৭ এ আমরা পড়েছি: «16 পবিত্র আত্মা নিজেই আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিচ্ছে যে, আমরা ঈশ্বরেরই সন্তান। 17 যখন আমরা সন্তান, তখন আমরা উত্তরাধিকারী, একদিকে ঈশ্বরের উত্তরাধিকারী এবং অন্য দিকে খ্রীষ্টের সহউত্তরাধিকারী, যদি বাস্তবে আমরা তাঁর সঙ্গে দুঃখভোগ করি, তবে যেন তাঁর সঙ্গে আমরা মহিমান্বিত হই।»

ইফিষীয় ১: ১৫-১৯ বলে যে:
15 এই জন্য প্রভু যীশুতে যে বিশ্বাস এবং সব পবিত্র লোকের ওপর যে ভালবাসা তোমাদের মধ্যে আছে, 16 তার কথা শুনে আমিও তোমাদের জন্য ধন্যবাদ দিতে থামিনি, আমার প্রার্থনার দিন তোমাদের নাম উল্লেখ করে তা করি, 17 যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, মহিমার পিতা, নিজের বিজ্ঞতায় জ্ঞানের ও প্রেরণার আত্মা তোমাদেরকে দেন; 18 যাতে তোমাদের মনের চোখ আলোকিত হয়, যেন তোমরা জানতে পারো, তাঁর ডাকের আশা কি, পবিত্রদের মধ্যে তাঁর উত্তরাধিকারের মহিমার ধন কি, 19 এবং বিশ্বাসকারী যে আমরা, আমাদের প্রতি তাঁর পরাক্রমের অতুলনীয় মহত্ত্ব কি। এটা তাঁর শক্তির পরাক্রমের সেই কার্য্যসাধনের অনুযায়ী,

৮। আমরা মুক্ত!

যোহন ৮: ৩১-৩৬:
31 যে ইহূদিরা তাঁকে বিশ্বাস করল তাদেরকে যীশু বললেন, “যদি তোমরা আমার শিক্ষা মেনে চল, তাহলে তোমরা সত্যই আমার শিষ্য; 32 এবং তোমরা সেই সত্য জানবে ও সেই সত্য তোমাদের মুক্ত করবে।” 33 তারা তাঁকে উত্তর দিল, আমরা অব্রাহামের বংশ এবং কখনও কারও দাস হইনি; আপনি কেমন করে বলছেন তোমাদের মুক্ত করা হবে? 34 যীশু তাদেরকে উত্তর দিলেন, সত্য, সত্যই আমি তোমাদেরকে বলছি, যে কেউ পাপ কাজ করে সে হলো পাপের দাস। 35 দাস চিরকাল বাড়িতে থাকে না কিন্তু সন্তান চিরকাল থাকেন। 36 অতএব ঈশ্বর পুত্র যদি তোমাদের মুক্ত করেন তবে তোমরা সত্যই মুক্ত হবে।

কলসিয়ানে আমরা পড়েছি ২: ১৩-১৫:
13 যখন তোমরা তোমাদের পাপে এবং তোমাদের দেহের অত্বকছেদে মৃত ছিলে, তখন তিনি তাঁর সঙ্গে তোমাদের জীবিত করেছিলেন এবং আমাদের সব পাপ ক্ষমা করেছিলেন। 14 আমাদের বিরুদ্ধে যে ঋণের হাতে লেখা নির্দেশ ছিল আইনত তিনি তা মুছে ফেলেছিলেন। পেরেক দিয়ে ক্রুশে ঝুলিয়ে তিনি এই সব সরিয়ে ফেলেছিলেন। 15 তিনি কর্তৃত্ব এবং পরাক্রম সব সরিয়ে ফেলে উম্মুক্তভাবে তাদের দৃষ্টিগোচর করেছিলেন এবং সকলের আগে বিজয় যাত্রা করে তাঁর ক্রুশের মানে বুঝিয়েছিলেন।

৯। আমরা বিজয়ীর চেয়েও বেশি কিছু!

«35 কে আমাদের খ্রীষ্টের ভালবাসা থেকে পৃথক করবে? কি দারুন যন্ত্রণা? কি কষ্ট? কি তাড়না? কি দূর্ভিক্ষ? কি উলঙ্গতা? কি প্রাণ-সংশয়? কি খড়্গ?» «37 যিনি আমাদেরকে ভালবেসেছেন, তাঁরই মাধ্যমে আমরা এই সব বিষয়ে বিজয়ী অপেক্ষাও অনেক বেশি জয়ী হয়েছি।» (রোমীয় ৮: ৩৫,৩৭)।

১০। আমরা অগ্রদূত!

20 সুতরাং খ্রীষ্টের রাজদূত হিসাবে আমরা তাঁর কাজ করছি; আর ঈশ্বর যেন আমাদের মাধ্যমে নিজেই তাঁর অনুরোধ করছেন, আমরা খ্রীষ্টের হয়ে এই বিনতি করছি যে তোমরাও ঈশ্বরের সঙ্গে মিলিত হও। 21 যিনি পাপ জানেন না, সেই খ্রীষ্ট যীশুকে তিনি আমাদের পাপের সহভাগী হলেন, যেন আমরা খ্রীষ্টেতে ঈশ্বরের ধার্ম্মিকতায় ধার্মিক হই। (করিন্থীয় ৫: ২০,২১)।

১১। আমরা লবন এবং আলো!

13 তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তা কিভাবে লবণের গুনবিশিষ্ট করা যাবে? তা আর কোনো কাজে লাগে না, কেবল বাইরে ফেলে দেবার ও লোকের পায়ের তলায় দলিত হবার যোগ্য হয়। 14 তোমরা জগতের আলো; পর্বতের উপরে অবস্থিত শহর গোপন থাকতে পারে না। 15 আর লোকে প্রদীপ জ্বালিয়ে ঝুড়ির নীচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাতে তা ঘরের সব লোককে আলো দেয়। 16 সেইভাবে তোমাদের আলো মানুষদের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের ভাল কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। (মথি ৫: ১৩-১৬)।

শেষ করতে,

9 কিন্তু তোমরা “মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাঁরই গুণকীর্ত্তন কর,” যিনি তোমাদেরকে অন্ধকার থেকে নিজের আশ্চর্য্য আলোর মধ্যে ডেকেছেন। 10 পূর্বে তোমরা “প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হয়েছ, দয়ার যোগ্য ছিলে না কিন্তু এখন দয়া পেয়েছ।” (পিতর ২: ৯,১০)

Scroll al inicio